Wrong perceptions regarding Menstruation
This content was developed for Bangladeshi Nationals.
বৈজ্ঞানিক ব্যাখ্যার আগে মাসিক প্রক্রিয়াটি মানুষের কাছে একটি রহস্যময় বিষয় হয়ে ছিল। মাসিক সম্পর্কিত নানা ভুল ধারণা ও কুসংস্কার আজো আমাদের সমাজে প্রচলিত। এই ভুল ধারণা থেকে বের হয়ে এসে মাসিক যে একটি স্বাভাবিক ও প্রাকৃতিক প্রক্রিয়া তা বোঝা খুব জরুরি। কেননা মাসিককালীন শারীরিক যত্নের পাশাপাশি মানসিক প্রশান্তির বিষয়টিও নিশ্চিত করা দরকার। মাসিক সম্পর্কিত ভুল ধারণাগুলো নানা বিধি-নিষেধ তৈরি করে যা মাসিক চলাকালীন কোন মেয়ের স্বাভাবিক জীবন-যাপনে নানা সমস্যা ও বাধার সৃষ্টি করে। প্রচলিত নানা ভুল ধারণা বা মিথগুলো এরূপঃ
ভুল ধারণাঃ
সঠিক তথ্যঃ
References:
বেড়ে উঠি আস্থার সাথে – মাসিক বা ঋতুকালীন স্বাস্থ্যবিধি ও ব্যবস্থাপনা, মূল রচনাঃ মিরা পিল্লাই, অনুবাদকঃ সৈয়দ মোঃ নূরউদ্দিন, এরিয়া কো-অর্ডিনেটর, পিএসটিসি। প্রকাশনাঃ ইউবিআর বাংলাদেশ অ্যালায়েন্স-এর পক্ষে আরএইচস্টেপ, এফপিএবি, পিএসটিসি, ডিএসকে, সিএইচসি