This content was developed for Bangladeshi Nationals.
মাসিক হলে বিরক্তবোধ করে না এমন মেয়ে পাওয়া ভার! মাসিক মানেই যেন বাড়তি ঝামেলা। অনেক সময় বিরক্ত হয়ে অনেকে বলেও বসে, “সব জ্বালা কি শুধু মেয়েদের? কেন যে ছেলেদের মাসিক হয়না!” আসলেই তো ছেলেদের কেন মাসিক হয় না?
খুব সহজ একটি কারণ হলো, পুরুষ ও নারীর প্রজননতন্ত্রের গঠন ভিন্ন। নারীর প্রজননতন্ত্রে আছে জরায়ু, ডিম্বাণু, ফেলোপিয়ান টিউব, সারভিক্স এবং যোনি। আর পুরুষের প্রজননতন্ত্রে আছে পুংজননেন্দ্রিয় বা পীনাস, অণ্ডথলি ও শুক্রাশয়।
প্রতি মাসে নারীর জরায়ু পুরু হয় এবং ডিম্বাণু নিষিক্ত করতে প্রস্তুতি নেয়। ডিম্বাণু নিষিক্ত না হলে জরায়ু থেকে অনিষিক্ত ডিম্বাণু মাসিকের রক্তের সাথে বেরিয়ে যায়। সুতরাং মাসিকের সাথে গর্ভধারণের বিষয়টি ওতোপ্রোতভাবে জড়িত। নিয়মিত মাসিক হওয়া মানে একজন নারী গর্ভধারণ করতে সক্ষম হবেন যদি অন্য কোন জটিলতা না থাকে।
যেহেতু পুরুষদের প্রজননঅঙ্গগুলো ভিন্ন তাই তাদের মাসিক হয় না ও তারা গর্ভধারণও করতে পারেন না। কোন নারীর মাসিক হলে তা আশ্বস্ত ও আনন্দিত হওয়ার বিষয় কেননা মাসিক হওয়া মানেই নারীর শরীর সুস্থ আছে, প্রজননঅঙ্গগুলো সঠিকভাবে কাজ করছে।
References: https://youngwomenshealth.org
Leave a Reply