This content was developed for Bangladeshi Nationals.
নেত্রকোণার কলমাকান্দায় স্কুলে ঋতুকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা বিষয়ক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় ও কর্ম পরিকল্পনা বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। ২৭ ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়। সভায় বক্তারা মাধ্যমিক পর্যায়ে মেয়ে শিক্ষার্থীদের ঋতুকালীন স্বাস্থ্যবিধির ব্যবস্থাপনা ও সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কলি আক্তার জানান যে দুইটি বিদ্যালয়ে ছাত্রীদের জন্য স্যানিটারি প্যাড দেওয়া হয়েছে এবং এলাকার প্রতিটি বিদ্যালয়েই প্যাড দেওয়া হবে।
ঋতু প্রকল্পের অংশীদার ডর্প-এর ম্যানেজার আহমেদ হোসেন-এর সঞ্চালনায় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) জনাব আশরাফুল ছিদ্দীক সভাপতিত্ব করেন এবং এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুজ্জামান খোকন।
অন্যান্যদের মধ্যে আলোচনা করেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এফ.এম.আঃ ওয়াজেদ তালুকদার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, এসএমসি সভাপতি, প্রধান শিক্ষক এবং সাংবাদিকবৃন্দ । এ সময় ডর্প-এর কলমাকান্দায় উপজেলা সমন্বয়কারী আব্দুল হক ও শারমিন আক্তার উপস্থিত ছিলেন।
Leave a Reply