ঋতু আর তার সহকারি জুয়েল বাংলাদেশের ১৩টি স্কুল ঘুরে দেখতে কোমর বেঁধে নেমেছে। স্কুলের ক্যাম্পাস কেমন, টয়লেট মাসিকবান্ধব কি না, কোন শিক্ষক সবচেয়ে জনপ্রিয়, ক্যাম্পাসে কোন খাবারটা সবচেয়ে মজা… এসব কিছু খুঁজে বের করবে ঋতু আর জুয়েল। আর স্কুলের ছেলেমেয়েরা মাসিক নিয়ে তাদের ভাবনাগুলো শেয়ার করছে হাসি আর মজার ছলে।
‘মেয়েদের সেরা স্কুল’ টিভি সিরিজটি প্রথম প্রচারিত হয় ১৮ই মে বিটিভিতে। বর্তমানে ‘মেয়েদের সেরা স্কুল’ একযোগে তিনটি চ্যানেলে প্রচারিত হচ্ছে।
প্রতি বৃহস্পতিবার বিকাল ৫টায় আরটিভিতে, সন্ধ্যা ৭টায় সংসদ টিভিতে এবং রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে প্রচারিত হচ্ছে। প্রতি পর্বে থাকছে মাসিক ও বয়ঃসন্ধি সম্পর্কিত কুইজ। ভাগ্যবান বিজয়ীকে দেয়া হয় আকর্ষনীয় পুরস্কার।
Leave a Reply